Last Updated on
Reading Time: 4 minutesলাইফ IS বিউটিফুল @ নকদারা – পাপড়ি গোস্বামীর কলমে
******************************
ছবির মতো ছোট্ট পাহাড়ি গ্রাম নকদারা। শহুরে আমেজ থেকে সন্তর্পণে নিজেকে লুকিয়ে রেখেছে এখনো।
এমন গ্রামে ঢুকে পড়েছি যখন, অভ্যর্থনাও যে অন্যরকম হবে এতো বলাই বাহুল্য। গাড়ির শব্দেই ঝরনাধারার মতো কলবল করতে করতে এগিয়ে এলো দুষ্টুমির শিরোমনিগুলো। প্রাইমারী স্কুলের মাঠের সামনে অনাবিল শৈশব। কেউ ভেংচিকেটে, কেউবা স্মাইলি দেখিয়ে, কেউবা উলটো হয়ে দাঁড়িয়ে সাদর আমন্ত্রণ জানালো ওদের জগতে। মেয়ে এগিয়ে গেলো ভাব জমাতে, আমরা পা বাড়ালাম আমাদের অস্থায়ী আস্তানার দিকে।
পা বাড়ালাম বললেই কিই আর পা চলে, শহুরে চোখ ঠোক্কর খায় বারেবার। চোখ বলছে এসেছ ফুলেদের জলসাঘরে, মন বলছে এসেছি নিজের সাথে দেখা করতে।দুদিনের আস্তানা যে কাঠবাড়ি তার ফুলেল বাগান নিয়ে যেন এক রূপকথা।কাছের দুরের আদুরে পাহাড়গুলো আগলে রেখেছে সবটুকু। প্রেয়ার ফ্ল্যাগের আড়াল থেকে মায়াজাল বোনে দিনমণি। পাখিদের কন্সার্টে কথা যায় হারিয়ে।
আজন্ম লালিত সংস্কার ছেড়ে বারবার ছুটে যাচ্ছি অন্দরমহলে,অঞ্জু ববিতার কাছে, ওদের রান্নাঘরে হানা দিতে, গল্প করে জানতে চাইছি ওদের মনের অতল, ভাব জমিয়ে চাইছি ওদের মতো হতে,অন্তত এই দুটো দিনের জন্যে। এতো সারল্য, এতো আন্তরিকতা, এমন ভালোবাসার ক্ষমতা দেখে লজ্জায় পড়তে হয়। মানুষ হিসাবে ওদের পাশে নিজেকে দেখলে কেমন অস্বস্তি হয়,শুধু মনে হয় কিই যেন নেই।শুধু এই মিসিং লিনক খুঁজতেই একবার নকদারা যাওয়া যায়।
পাহাড়ি পথে সন্ধ্যে এলো ঝুপ করে। পাইনবনের পাতার ফাঁকেফাঁকে লুকোচুরি খেলতে খেলতে। দুরের হাইস্কুল থেকে বাচ্চারা ফিরছে দল বেঁধে , হাতে বই, মাথার দুপাশে ফিঁতেয় মোড়া বিনুনি, মুখে হাসি, উচ্ছ্বসিত আশপাশ,ঝরনাও লজ্জা পাবে ওদের দেখলে। কচিকাঁচাগুলো সাইকেলের ক্যারামতিতে ব্যাস্ত। মায়েরা চটপট ঘরকন্নায়।বাবাগুলো ফিরছে পিঠে ভারি বোঝা। মাঝে বেমানান আমরা তিনজন, বোকা হাসি মুখে পাড়া বেড়াচ্ছি।অন্ধকার আরো গভীর হতে টাইসন এলো, আমাদের নিতে, ঝুঁটি বাধা সুন্দরী লাসা।
ঢাকা দেওয়া উঠোনটুকু ততক্ষণে অতিথিদের সম্মিলিত আড্ডাঘর, চারিপাশ ম ম করছে গ্রিলড চিকেনের সুঘ্রাণে, সাথে ক্যারাওকেতে অঞ্জু ভাসিয়েছে নিজের সুরের ভেলা। একেরপর এক গান, গীটারের সুর সবটুকু মিলিয়ে জমজমাট, মনে হল অনেকদিন পরে বাড়ি ফিরেছি।
পাহাড়ে সকাল এলো মৃদু মন্থরে। মে মাসে কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যর্থ প্রচেষ্টা ছেড়ে কত্তা গিন্নি নেমে এসেছি রাস্তায়। পাহাড় তখনো আলমোড়া ভাঙছে। পাখপাখালির ডানায় কি ভীষণ ব্যস্ততা। এলাচক্ষেতে মা মুরগি সামলে চলেছে ছানাদের। আঁকাবাঁকা পথে হেঁটে কেউবা পৌঁছাতে এসেছে দুধের ক্যান, ফড়েদের হাতে, তারা নিয়ে যাবে লাভার বাজারে, একদল কাঁধে কোদাল ফেলে চলেছে নকদারা লেকের কাজে, উন্নয়ন আসছে এহাত ওহাত ধরে, গ্রামীণ জীবনে। ছানাপোনাদের সুরেলা গলায় পড়াশোনার শুরু, শ্রুতিমধুর। শুধু মায়েদের হাঁকাহাঁকি, ডাকাডাকি, বকাবকি একই রকম লাগলো।
আজ অলসদিন পার করার কথা ছিল, মেয়ে বসে গেছে রঙ তুলি নিয়ে, কত্তা মেতে গেছে গাছপালায়, আমি ফাঁকা, চললাম অঞ্জুকে বগলদাবা করে, সামনেই Jangchub চোর্তেন, শান্ত , দুদণ্ড নিরিবিলিতে বসে থাকতে।লামাদের ব্যস্ততা দৈনন্দীন কার্যকলাপে, ছোটগুলো ভাব জমালো অঞ্জুর সাথে, আমি শ্রোতা, ভাষার দুরত্ব অতিক্রম করার চেষ্টা চালাচ্ছি হাসি দিয়ে।
আমার মতো কুঁড়ে না হলে, আশেপাশে ইচ্ছে করলে দেখে নিতে পারেন লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ, লাভা মনস্টারী, ছাঙ্গে ফলস। নকদারা লেক তো আছেই, যদিওবা এখনো রাস্তা পুরোটা তৈরী হয়নি কিন্তু লেক রেডি, প্রচুর রঙিন মাছ, একটু খাবার দিলেই আদরে মন ভরিয়ে দেবে।
যদি কখনো একটু একান্তে পাহাড় যাপন করতে ইচ্ছে করে, ঘুরে আসবেন নকদারা।
★★জায়গাটি কালিম্পং থেকে ঘন্টা দেড়েক দূরে, থাকার জন্যে আছে তেনচিপা হোমস্টে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
Dhan kumar
8768668043
8101584933.ওনাদের বললে ওনারা Njp বা মালজংশনে গাড়ি পাঠিয়ে দেবেন। এর সাথে চারখোল /রিশপ /কোলাখাম জুড়ে ঘুরে আসুন, মন ভরে যাবে।
আসুন পরিচয় করিয়ে দেই লেখিকা পাঁপড়ি গোস্বামীর সাথে। বাড়ি ঘর সংসার সামলে ঘুরে বেড়ানো আর ভ্রমণ চর্চা করাই লেখিকার নেশা।
ছোট্ট ছুটিতে যদি যেতে চান উত্তর বঙ্গের পাহাড়ে, তাহলে আপনার গন্তব্য হতে পারে ঝান্ডি ও কোলাখাম। পূর্ব হিমালয়ের কোলে, অধুনা কালিম্পং জেলায়, পরিচিত পর্যটন স্থল লাভার আশেপেশে এ দুটি অল্পচেনা পাহাড়ি গ্রাম। জায়গাদুটি সম্পর্কে যদি আরো বিশদে জানতে চান, যেমন কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই ব্লগটি সাহায্য করবে : kolakham and Jhandi Travel guide
Thnks
Very nice story. It impressed me. Want to join this group.
How to join this blog? I am also a travel blogger.
Excellent, want to join this group.
Nice description.
nice blog. Watch Star Sports Live Cricket Match Streaming. IPL 2020 11TH SEP 5 PM